********************


কেমন বোকা বউ লো তুমি
জ্ঞানের আলো নাহি গায়,
বিয়ার আগের প্রেম কাহিনী
স্বামীর সাথে কেমনে কয়?
মানতে নাহি চায় রে স্বামী
ভেঙে দিলো বউয়ের সম্মুখ দাঁত,
রেগে মেগে মেরেছে কঁষে
পেয়েই বউয়ের গল্পের স্বাদ।


কাঁদিলে কি আর জুড়ায় মন!
শুনালে প্রেমের আট কাহন,
মাঝে মাঝে স্বামীর মনে পড়বে
ভালোবাসার দিবে বিসর্জন।
সব কিছু বলতে নেই কারো কাছে
গোপন কিছু রাখিতে হয়,
স্বামীর সহিত সব আলাপে যেন
বধূর বিপদ বেড়ে যায়।


কোথায় কাহারে ফাঁকি দিছে
কোথায় করেছে অভিমান,
সব কিছুই খুলে বললো খুশিতে
দিয়েছিলো কারে স্বত্বদান।
ভালোবাসার ফাঁদে ফেলেছে কাহারে
কি করেছে কোথায় ফান!
স্বামীকে সব বলেছে আনন্দে
মনে করছে নিজের জান।


ভালোবেসে উজার করিলো কাহারে
সহজ সরল তাহার প্রমান,
এতো ভালোবাসলেই হয় তব
ভালোবাসায় বিসর্জন।
দূর্বলতা তার আবেগের বসে
বীর বীর করে দিয়েছে বলে,
বহন করছে যেন ছুরি গলেতে
কাঁটবে কখন কোন ছলে।


গ্লানির বোঝা বধূ বহিতেছে সদা
দোষ দিবে তাহার কাহার বরে,
সকল দোষের দোষী হয়ে সে
চুপসে আছে স্বামীর ঘরে।
স্বাধীনতা ছেড়ে মূল্যায়ন হারে
কোথাও গুরুত্ব নাহি তাহার,
বুঝিতে পারি তাহা সবকিছুই হলো বৃথা
মেনে নিয়েছে নিজের হার।


*******************
আমতলী, বরগুনা।
২৪/০৫/২০