***********************


তুমি এসেছিলে এক শ্রাবন মেঘের দিনে
বরষার কান্না ছিলো দু'চোখের কোনে,
ঝর ঝর ঝরেছিলো অশ্রু ধারার জল,
মরুভূমির মত হৃদয় পুড়েছে অবিচল।
হাজারো অশান্তি হতাশায় ভরা ছিলো,
পৌষের আনন্দ খুঁজতে হঠাৎ দেখা হলো।
দিয়েছিলাম তত সুখ যতটাই ছিলো অসুখ,
আবেগে ভরেছিলো তোমার ওই খালি বুক।
ফাগুনের দিন পেয়ে ভুলেছো আজ বরষা,
চৈত্রের তাপদাহে দিয়েছো আমায় নিরাশা।
কাশফুলের বনে হারিয়েছো তোমার মন,
হয়তো তুমি এখন পেয়েছো এক সুজন।
আষাঢ়ের বাদল ধারা না থাকিলেও মনে
আমার মনে পরে যায় আজ প্রতিক্ষনে।
তুমি কৃষ্ণচূড়ার বনে পেয়েছো রঙিন ফুল,
বরষা আমাকে দিয়ে করোনি কোন ভুল।
রাঙিয়ে যাক তোমার হৃদয় এ কামনায়,
আবার বরষা না আসুক তোমার হৃদয়।


***********************
১৫/০৮/২০
আমতলী, বরগুনা।