****************


বৃষ্টি এলো ভিজিয়ে দিলো
সবুজ পাতা ঘাস,
ভিজিয়ে দিলো ঘর আঙিনা
ভিজলো বনের কাশ।
গাছে গাছে কদম ফুল আর
কৃষাণ দুপুর বেলা,
ভিজিয়ে দিলো মাঠ ঘাট
ভিজলো সারা বেলা।


কিশোর কিশোরী স্কুল শেষে
ফিরছে তারা দলে,
ভিজেছে তারা মনের সুখে
আনন্দ লাগে বলে।
বৃষ্টি তাদের ভিজালো শরীর
ভিজলো তাদের মন,
বৃষ্টি এসে ভিজিয়ে দিলো
শালুক ফুলের বন।


কদম ফুলের পালকগুলো
ভিজলো সারা গায়ে,
ভেজা ফুল বাতাসে দুলে
প্রশান্তি যেন পায়।
ভিজতে আমার মনটা ছোটে
দেখছি একা বসে,
কেউ যদি থাকতো পাশে
ভিজতাম অবশেষে।
***************
১২/০৭/২০
আমতলী, বরগুনা।