*************************


ধাতব চিনতে কর তুমি ধাতবের সাধনা,
দেখতে এক তবুও তামা নয় যে সোনা।
ভালোবাসা পেতে ঘাটো প্রেমিকের মন,
ভালোবাসা পাবে যদি হও মনের মতন।
ছাইয়ের সঠিক ব্যবহারে হয়ে ওঠে ধন,
না করলে শ্রদ্ধা-সম্মান দূর হয় আপনজন।
কথা না বুঝে কেহ করলে সমালোচনা,
ভাবার্থ পাল্টায়ে করে সে জন বঞ্চনা।
নদী কিংবা সাগর জলে মৎস ভেসে চলে,
না বুঝে ধরতে গেলে সময় যায় বিফলে।
আকরিক লৌহের মৌল সবাই চেনে না,
কোন আকরিকে লৌহ ভালো জানে ক’জনা।
জানো না পিপড়ার মন্ত্র সর্প ধরতে যাও,
দংশিলে আশীবিষে মন্ত্র তোমার ফাও।


**************************
১৬/০৬/২০
আমতলী, বরগুনা।