*******************


আমি চাই না আমার মন্দ কাজে
কেউ আমাকে প্রসংশা করুক,
আমি চাই সকলে আমার কাজের
সমালোচনা করুক;
তবেই আমার ভুলগুলো দৃষ্টিগোচর হবে।


সবাই আমার মিত্র থাকুক আর
আমাকে ভালোবাসুক তা আমি চাই না;
আমি চাই আমার সামান্য কিছু হলেও
শত্রু থাকুক;
তবেই আমার সতর্কতা বাড়বে।


আমাকে সবাই বাহবা দিবে সকল ক্ষেত্রে
না, এটা আমি চাই না;
আমি চাই আমার পিছনে কেউ আামকে
প্রতিহিংসা,  নিন্দা, ঘৃনা করুক;
তবেই আমার জ্বলে উঠার শক্তি বাড়বে।


সবাই আমাকে ভালোবাসবে
সেটা আমি কখনোই চাই না,
কিছু লোক আমাকে খারাপ জানুক
আমার ভুলগুলো ধরিয়ে দেক;
তবেই তো আমার ভুলের সংশোধন হবে।


যারা আমাকে মন থেকে ভালোবাসবে
তারাই আমার খারাপ-মন্দ বৈশিষ্ট্যগুলো
আমাকে দেখিয়ে দিবে,
আর আমি সেগুলো শুধরে নিবো ;
আমি আরও ভালোবাসা পেতে চাই
আরও প্রসংশিত হতে চাই।


যারা আমার সমালোচনা ও মন্তব্য করে
তারাই আমার প্রকৃত বন্ধু,
আমার চলার পথে সচ্ছতা ও জবাবদিহিতা
আমাকে সচেতন করে গড়ে তুলে;
তাদের প্রতিই আমার সালাম ও শ্রদ্ধা।


*************************
১৭/০৫/২০
আমতলী, বরগুনা।