********************
অংগরাজ্যে বহুরূপের রেখায়,
চক্ষুই বহুরূপী,
বিভিন্ন রঙে বুঝিয়ে দেয় সে
ভোগী নাকি ত্যাগী।
ভালোবাসাতে সে হয় আবেগী
চোখ যে টানাটানা,
হারিয়ে গেলে আবার কোন কিছু
কুঁচকে যায় চোখখানা।


রাগ করলে চোখ লাল হয়ে যায়
খানিকটা বড় লাগে,
অভিমানে চোখ ক্রন্দন তুল্যে
ভ্রু কুঁচকে আগে।
লজ্জা পেলে চোখ অবনমিত
থাকে নিচু তাকায়,
ভালো লাগলে কৈশোর চোখে
আড়ে আড়ে চায়।


দুঃখের চোখের অশ্রু ঝরে
দেখতে লাগে ভেজা,
স্বাভাবিক চোখ তাকিয়ে থাকে
সর্বদাই তো সোজা।
প্রেমিকের সব চোখের ভাষা
প্রেমিকাই বোঝে,
সরাসরি কেউ তাকাতে পারেনা
এদিক ওদিক খোঁজে।


চোখ হলো মনের আয়না
মনের কথা বলে,
মনের সুখেও চোখ হাসে
হাসে কত ছলে।
চোখ দিয়ে বোঝা যায়
কারো মনের ব্যাথা,
একই চোখে বিভিন্ন সময়
বলে ভিন্ন কথা।


*****************
২২/০৬/২০
আমতলী, বরগুনা।