আবার আমি ছোট হবো
ঝুটঝামেলা ছেড়ে,
কেউ আমাকে ঐখানেতে
একটু নিয়ে দে রে।
ছোট ছিলাম ভালো ছিলাম
না ছিল মোর চাপ,
বড় হয়ে আজ স্বামী কারো
কারো হলাম বাপ।


দায়িত্ব আমি ছেড়ে দিলেও
ছাড়ে না আমায় সে,
সবার চাওয়া আমার কাছে
সবাই বলে দে।
সকাল থেকে হয় দেয়া শুরু
রাতেও চলে তার রেষ,
আগামী কালের দেয়ার হিসাব
আগের রাতেই শেষ।


মায়ের হাতে দেই নিত্য ঔষধ
বউয়ের হাতে দেই চাল,
মেয়ের হাতে দেই রিক্সা ভাড়া
ছেলের হাতে ভাজা ডাল।
বাবা চায় খেতে ভালো খাবার
নিরামিষে মুুখ নষ্ট,
ছেলেমেয়েরা চায় মাছ-মাংস
খাবার টেবিলে স্পষ্ট।


আমার তেমন ক্ষিদেই পায় না
পেট থাকে মোর ভরা,
দুপুর বেলায় সবজি-পরোটা
এই খাবাবটাই সেরা।
স্ত্রীর চোখের চাওয়ার ভাষায়
বাজার তালিকায় আছে,
নিজের জন্য সে চায় না কখনো
প্রয়োজন মিটাতে এসে।


সংসার আমার কাঁধের উপর
অফিস আমার মাথায়,
টার্গেট আছে মাসের শেষে
পিষে আমারে খায়।
কাজ না হলে বসের ঝাড়ি
বেতন আটকে যায়,
এখন ভাবছি ছিলাম ভালো
সেই তো ছোট বেলায়।
২৬/৩/২১