একটা প্রশ্ন মাথায় ঘুরছে
উত্তর দাও তো বাবু?
করোনার ভয়ে হইছি নাকি
ক্ষুধায় হইছি কাবু?
ঘরে আছে পোলা-মাইয়া
আর স্ত্রী, বাবা-মা,
রিকশা চালাই একা আমি
সবকিছুই কেনা।


বাবু বলছে হাঁক মেরে সে
শোনরে বেটা-ছাওয়াল,
ক্ষুধার জ্বালায় মরবি নাকি
করোনায় মরবি বল?
করোনা হলে মরবি সকলে
কষ্ট পাবি যে ঘরে,
তোর সাথে মরবে আরও
থাকবি কেমনে সরে?


শোনোরে বাবু বলি তোমায়
না খেয়েই যাবো মরে,
রিকশা ছেড়ে কতদিন আমি
বসে থাকবো ঘরে?
করোনা আমার হয় কি না হয়
সন্দেহ থাকে বেশি,
না খেয়ে মরবো এটা সঠিক
ঘরে নাই মোর কৃষি।


কামাই করি আর কিনিকাটি
জমা থাকে না কিছুই,
গরীব মানুষ দিন চলে যায়
হোগলা বিছাই শুই।
সারাদিন ধরে রিকশা চালালে
শরীরটা হয় ব্যাথা,
ব্যাথার বড়ি খাইয়া ঘুমালে
সকালে জাগে মাথা।


করোনা মরোনা দেখিনি চোখে
আসলে কি বাবু হাছা?
শুনছি লোকেরে কইতে মুখে
আমার মনে হয় মিছা!
বাদ দিলাম বাবু এসব বিষয়
লকডাউনে কামাই নাই,
করোনায় আমরা মরমু না কই
মরমু ঘরে যদি না খাই।
১৯/৪/২১