ভাইরাসের নাম করোনা
ধরলে কিন্তু ছাড়ে না,
সেঁতসেঁতে জায়গা পেলে
সহজে সে মরেও না।
চীন দেশে জন্ম তাহার উহান শহরে,
সারাবিশ্বে ছড়িয়ে পড়ে বিমানে করে।
অল্প সময়ে ছড়িয়ে পরে
উহানে দেয় হামলা,
ভেকসিন দিয়েও কাজ হয় না
করলে কোন মামলা।
আতংকে থাকে সকল চীনা
অফিস-আদালত খোলে না,
খাওয়া-দাওয়াও প্রায় বন্ধ
বাজারে কিছু মেলে না।
হইলে কারো হাঁচি কাশি
তাহলে কাজ সারছে,
সাথে তাহার জ্বর থাকিলে
করোনায় কি ধরছে?
আক্রান্ত লোকের সাথে
যোগাযোগ রাখে বন্ধ,
তারপরও যে আক্রান্ত হয়
তাহলে কি সে অন্ধ?
আতংকের কিছু নাই
সচেতন থাকা চাই,
সতর্ক থাকলে আল্লাহ মোদের
বাঁচায়ে রাখবেন ভাই।
মাস্ক পড়বো, গ্লাভস পড়বো
নাকে, মুখে হাত নয়,
পরিস্কার পরিচ্ছন্ন থাকলে মোরা
থাকবে না কোন ভয়।
গরম খাবার গরম পানি
গরম জিনিস ব্যবহার,
হাত ধুইবো সাবান দিয়ে
তাহলে মোরা নিস্তার।
০৯/০৩/২০২০