***********************
দেখায় ফুটানি ভাবে ধনী
কিস্তি দিচ্ছে মাসিক,
বিলাসীতা করে লাল্টু মিয়া
ঘরে আসে না বেসিক।
ক্রেডিট কার্ডেই শপিং টপিং
কার্ড আছে তার বেশ,
লক্ষ টাকা মাসিক বেতনেও
ঋণের যায় না রেশ।


বে-হিসাবি যে লাল্টু সাহেব
আয় বুঝে নাই ব্যায়,
মাস ফুরানোর আগেই যেন
করে শুধু হায় হায়।
ফুটানি মারায় চায়নিজ খায়
সেলফি তোলে ফোনে,
পকেটে টাকা রাখে না তিনি
ক্রেডিট কার্ডে গোনে।


মাসিক কিস্তি ও সপ্তাহ কিস্তি
দৈনিক কিস্তিও আছে,
বাড়ির কিস্তি দেয় বছর ঘুরে
বাকির দোকানে মাসে।
বিয়ার কিস্তি হানিমুনের কিস্তি
কিস্তি দেয় ফার্নিচারে,
স্মার্ট টিভির জন্য আছে কিস্তি
এতো কি মাথায় ধরে?


বউয়ের বায়না ছেলের বায়না
বায়না করে মেয়ে,
সব বায়না তার পূরন করতে
ব্যায় বেতনের চেয়ে।
ফুটানি তাদের চলতেই থাকে
ঋণের বোঝা ভারি,
ঋণ খেলাপি লাল্টু সাহেব
দেয় যে বাসা ছাড়ি।


কিস্তি দিতে করে থাকে ধার
দেবে কয়দিন পর,
নগদ টাকা তো হাতে আসেনা
ডেবিট খালি তার।
পাওনাদারের ওয়াদা খেলাফে
ধান্দাবাজে নামে,
ফুটানি মুটানি শেষ হয়ে যায়
দেউলিয়া হয় ঋণে।
*************************
২৮/০৮/২০
আমতলী, বরগুনা।