********************


একটা সময় আমি তার
সুখ পাখি ছিলাম,
সুখের পাখি বলে ডাকতো আমায়।
আমি তার হাতের নতুন
গল্পের বই ছিলাম,
গল্প পড়তে চলে আসতো তাই।
একটা সময় আমি তার
কবিতার ডায়েরি ছিলাম,
প্রতিদিন আসতো ছন্দ লিখতে,
আমার কথা শুনলে নাকি
আনন্দ দিতো মনে,
তাই সারাক্ষণ চাইতো শুধু শুনতে।


একটা সময় আমি তার
স্বপ্নের সাথী ছিলাম,
সময় কাটতো না তার আমি ছাড়া,
সারাদিন তাকে আমার
সময় দিতেই হতো,
মন খারাপ হতো আমি ছাড়া।
সব কথাই শুনতে হতো
মনে ছিলো যত,
সব কিছুতে আমি তার মত,
আজ তার কাছে এক
নতুন হৃদয় আছে,
আমার চেয়েও আনন্দ দেয় শত।


আজ আমি তার এক
পুরনো উপন্যাস,
ময়লায় নোংরা করা পাতা;
একবার কি ভেবেছে সে?
তার হাতের ছোঁয়ায়
নোংরা হয়েছে পুরো খাতা।
আজ তার গল্পের
পুরাতন অধ্যায় আমি
নতুন অধ্যায়ে অন্যের বাস;
আমার প্রয়োজন নেই
তার কাছে মোটে,
নতুনকে খুঁজার অনেক আশ'।


********************
২১/০৮/২০
আমতলী, বরগুনা।