==============
যাবো যাবো বলেও আমি
দূরে নাহি যাই,
গাঁয়ের ভালোবাসার টানে
আবার ফিরে আই।
গ্রাম যে আমার ভালো লাগে
মাটির সাথে টান,
সব কিছুতে বিলিয়ে রয়েছে
দেহ, মন আর প্রান।


নদীর সাথে মনের মিলন
জোয়ার ভাটার সাথে,
আনন্দে ভরে মন যে আমার
দক্ষিণের বাতাসে।
ফসলের মাঠে সবার সাথে
ফসল তোলার স্বাদ,
আম কাঁঠালের মধুর মাসে
থাকে না কেউ বাদ।


মাছে ভাতে গ্রামের মানুষ
আছে সদা মিশে,
তাজা ফলের গন্ধ-স্বাদে
সবাই থাকে দিশে।
গাঁয়ের বুকের পাখপাখালি
আমার ভালো লাগে,
গাঁয়ের বুকে বেড়ে ওঠার স্বাদ
মনে আমার জাগে।


ভালোবাসি গ্রামের মানুষ
ভালোবাসি মাঠ,
বিলের খালের শাপলা শালুক
পুকুর পাড়ের ঘাট।
পাড়ার সবাই থাকিতাম মিলে
করিতাম কতো খেলা,
বিপদে সবাই এগিয়ে যেতাম
না করিতো কেউ হেলা।


নদীতে মোরা মাছ ধরিতাম
সকাল বিকেল বেলা,
সবাই মিলে ঘুরতে যেতাম
বসতো যখন মেলা।
রাখাল বাজাতো বাঁশের বাঁশি
দিতো মধুর টান,
মনের সুখে সুর তুলিতো
ভাটিয়ালি গান।


সব কিছুই মোর ভালো লাগে
গাঁয়ে থাকিতে চাই,
মরার পরেও চাই থাকিতে
দিও মোরে ঠাঁই।


================
২০/০১/২০২০
পলিটেকনিক রোড, বরিশাল।