সবাইকে নিয়ম মেনে চলানো
কারো সাধ্যে ছিলো নয়,
করোনা এসে শিখালো মোদের
শৃঙ্খলা কারে কয়।
রাস্তা ঘাটে যানজট নেই
নেই তো কোলাহল,
সব কিছুই ফাঁকা ফাঁকা লাগে
বন্ধ সপিংমল।


যে ব্যক্তি ছিলো ছন্নছাড়া
গৃহে ছিলোনা মন,
জোর ছাড়াই স্বীয় চেষ্টায়
গৃহ করে আপন।
আপন জনকে সময় দেওয়া
যাদের জোটেনি,
করোনা তাদের সুযোগ দিলো
জোর তো করেনি।


যারা ধর্ম কর্ম ছেড়েছিলো
ধরে নিলেন আবার,
নামাজের আগেই ঘিরে থাকে
মসজিদেরই দাঁড়।
ইমান আমল বেড়ে গেলো
করোনার কারনে,
হারাম অনেকে বাদ দিলো
তওবা করে মনে।


সাবান দিয়ে ধুইলো হাত
হাজারে হাজার,
অভ্যাস সবার হয়ে গেলো
থাকতে পরিস্কার।
আন্তরিকতায় বেড়ে গেছে
সবার সংসারে,
করোনা ভাইরাস মহামারি হলেও
উপকারও করে।
সুরক্ষিত রাখলো সবাই
নিজেদের পরিবার,
পরিস্কার পরিছন্নতার অভ্যাস
করোনার উপহার।