গুজব একবার হয়েছিলো
সিডর বন্যার পরে,
পানি বন্যা আসবে শুনে
সবাই ছিলো ডরে,
কোথায় যাবো? কই পালাবো?
যাওয়ার উপায় নাই,
তারপরও সবাই হতাশ হয়ে
গুজবে কান দেয়।


কেউ নদীর জোয়ার দেখতে যায়
কেউ তাকায় দূরে,
কেউ বা হাতের কাজ ছেড়ে দিয়ে
পালাবে তাই ঘুরে।
এ দেশ থেকে বিদেশ ধরে
কেউ যেন বাদ না পরে,
সবার মাঝে গুজব ছড়ায়
সবাই ধীরে ধীরে।


আবার নতুন গুজব হলো
থানকুনিতে করোনা গেলো,
গভীর রাতে ঘুম ভেঙে যায়
সবার হুরাহুরে।
খেতে হবে এই রাতে
কাজ হবে না কোন মতে
থানকুনিতে উপসম আছে
করোনা যাবে সরে।


কেউ সঠিক বোঝে না
যুক্তিতর্ক  খুঁজে না,
সবাই করে দৌড়াদৌড়ি
গুজবকে ঘিরে।
হতাশ যখন দেশবাসী
মনের মধ্যে নাচানাচি,
গুজবের খবর পৌছে দিতে
ব্যস্ত সবাই নীড়ে।


১৮/০৩/২০২০
আমতলী, বরগুনা