পিছের লোকে কে কি ভাবলো
তা নিয়ে আমি ভাবি না,
কে আমাকে ব্যাঙ্গো করলো
তা কখনও দেখি না,
আমি দেখি স্বীয় কর্ম
যা অনেকে দেখে না,
সৎ-সততাই আমার কর্ম
কখনও কেউ তা খুঁজে না।


হিংসা করা স্বভাবগত দোষ
হিংসা করে যে লোকে,
হাতের কর্ম বন্ধ রেখে তার
কর্ম করে যায় চোখে।
অন্যের ভালো দেখতে না পারে
নিচু থাকে তার মন,
জীবন যুদ্ধে হার মেনে গেলেও
হয় না কবু সংশোধন।


হতাশা করিনা আমি কখনও
আফসোস নাই এ মনে,
কর্ম আমার থেমে থাকবে না
হিংসুক যত জনে।
আমার কর্মে হিংসা করলেও
কর্ম কি থেমে রয়?
হিংসা আমার প্রেরণার উৎস
হিংসাই আমার জয়।


১৮/০৩/২০
০০ঃ১৫