****************


হলদে শাড়ি হলদে চুড়ি
হলদে গায়ের বরণ,
হলদে মাখা শ্যাম সুন্দরী
গোল চেহারার ধরন।
পাতলা ঠোঁটে মুখের হাসি
মুখ বাঁকিয়ে হাসে,
মনে চায় তার পাশে গিয়ে
একটু থাকি বসে।


কাজল কালো চোখ দুটো তার
দিঘল কালো চুল,
কান দুটো তার বেজায় সুন্দর
পড়ছে কানে দুল।
হাসি ছাড়া দেখিনি কখোনো
মনটাও যেন ভালো,
হাসলে তাকে লাগে এমন
ছড়ায় চাঁদের আলো।


নাক না যেন তার নলের বাঁশি
কন্ঠে কথায় সুর,
কথা বার্তায় তার রস বোধপূর্ন
হইনা তাই তো দূর।
তিল আছে তার গালের ওপর
চন্দ্রাকাশের তারা,
হাসলে গালের মৃদু টোলে
চোখে আসে ইশারা।


হাত দুটো তার চাকনচিকন
অঙ্গুলি তার শার্প,
ভ্রু দুটো তার দেখতে এমন
অর্ধচন্দ্রের কার্ভ।
পা দুটো তার পাতলা পাতলা
বানানো যেন ছাঁচে,
কথাগুলো তার শুদ্ধসরে
বলে যেন একশ্বাসে।


*******************
আমতলী, বরগুনা
০৫/০৭/২০