*****************


জীবনটা হলো রঙিন ঘুড়ি
নাটাইয়ের সাথে বাঁধা,
সুতা দিয়ে বেঁধে রেখেছে
আমাদের বড় দাদা।
উড়ছে ঘুড়ি ছাড়ছে সুতা
ঘুরছে আকাশ পানে,
রং-বেরঙের উড়ছে ঘুড়ি
আনন্দ জাগে মনে।


মাঞ্জা দেওয়া সুতাগুলো
করছে কাড়াকাড়ি,
কোনটিকে বঁক কেটে দিবে
কোনটি যাবে হারি।
উৎফুল্ল মনে উড়ছে ঘুড়ি
নাটাইর তালে তালে,
ছিড়বে কখন কোনটি ছিড়বে
ঘুড়ি কি তা জানে!


ঘুড়ি চালায় গগন মাঝি
সুতা তাহার জানা,
কখন সুতা শেষ হইবে আর
কখন দিবে হানা।
মাঞ্জা মারে আর যাহা করে
গগন মাঝি দেখে,
ভূবন মালী দিয়েছে তালি
ঘুড়ির সাথে রেখে।


নাটাই ছাড়া ভূবন মাঝি
স্বপ্ন দেখে রোজ,
সুতোর মাথা কার কাছে
নাই কো তার খোঁজ।
মেঘের কোলে বাতাসে দোলে
খুশিতে নাচে মন,
ঘুড়ি আমি রঙে হরসে
থাকবো কতক্ষণ।


*******************
আমতলী, বরগুনা।
০১/০৬/২০