******************************


পুত্র হয়েছে বিবাহ যোগ্য তাই চিন্তা মাথায় ঘোরে,
কন্যা দেখতেছে বাড়ি বাড়ি গোপনে অগোচরে ।
ঘটকের কাছে দিয়ে পুত্রের ছবি ভালো বধূ চাই,
পুত্র আমার ভদ্র নম্র আর একটাই কিন্তু ভাই।
এক বাবার এক কন্যা চাই হতে হবে বেশ সুন্দরী,
শিক্ষা দিক্ষায় হবে মহা জ্ঞানী, গয়নাও ভরি ভরি।
পুত্র আমার একমাত্র কিন্তু অর্থ-সম্পদে কম নয়,
চাকরি করে সে সরকারি বেতন অনেক বেশি পায়।


বুঝেন তো ভাই কন্যা আমার নাই, বধূই হবে সব!
তার কাছ থেকে পুষতে চাই মোরা কন্যার অনুভব।
বেয়াই-বেয়াইন হবে আমাদের মতো মনের মত মন,
সব কিছুই তো ওদেরই থাকবে আমরা কতক্ষণ!
হ্যা হ্যা ভাই এরকমই চেয়েছিলাম কথা করেন পাঁকা,
আগামী শুক্রবার বিবাহের তারিখ ওরো আছে ফাঁকা।
কি অসাধারণ মনের মত হরিণী কালো বধূর চোখ,
আমার ঘরে আসলো মনের মত লক্ষ্মী সরস্বতীর মুখ।


খুশি হয়েছি অনেক বেশি, বধূর তুলনা মোটেই নাই,
কথা বলে কম কন্যার মতন আমাদের নিবে বুঝি দায়ী।
দিন কয়েক পরে পুত্র প্রনয়ের স্বরে বলছে মৃদু হেসে,
বধূ আমার আপত্তি জানালো থাকবে না আর দেশে।
শশুর-শাশুড়ীও বলেছে আমাকে, স্ত্রী নিয়ে যাও সাথে,
তোমার মা-বাবা যন্ত্রণা দেয় এবং ঝগড়া করে রাতে।
আচ্ছা বাবা বুঝেছি সবই আমরা নয়তো আর হাবা!
তোমাকে মেরেছে তোমার শাশুড়ী বড় একটা থাবা।
বিবাহের পরে বধূ নিয়ে ঘরে করতে চেয়েছিলাম পূর্ন,
সেখানে তোমাকে বিয়োগ করে যোগফল এখন শূন্য।


******************************
১০/০৬/২০
আমতলী, বরগুনা