সবকিছুই পুরাতন হয়
তাজা জিনিসটাও বাসি হয়;
সবকিছুরই স্বাদ শেষ হয়
যখন মেয়াদ ফুরিয়ে যায়।
সোনা, রূপা, তামা, পিতল
ব্যবহারে হয়ে যায় ক্ষয়;
পোড়ালে আগুনে ঢ়েতের ঘর্ষণে
আবার জীবন ফিরে পায়।
নতুনের মতন নতুন যৌবন
আবার আসে তাদের ফিরে,
মানব জনম ক্ষয় হতে থাকলে
নতুন ছোঁয়া না পেয়েই মরে।


ঘি পুরানো ঔষধের কাজ হয়
পুরানো মধুতে চিকন করে,
তেঁতুল পুরানো আমাশয় ভালো হয়
মানুষ পুরানো দ্বারে দ্বারে।
ভালোবাসা পুরানো হয় ক'দিন পরে
টান না থাকলেই অন্তরে,
পাশাপাশি থেকেও দূর মনে হয়;
যদিও বসবাস একই ঘরে।
পুরাতন হয় যত অযত্নের দায়ে
যত্নের মাঝে সবই নতুন,
ফেলে রাখলে বহুদিন ধরে
শাল কাঠেও ধরে ঘুন।


আত্মীয় কখনো অনাত্মীয় হয়ে যায়
খোঁজ খবরে থাকে তাজা,
অযত্নে রাখলে ঔষধও হয় বিষ
তদবির করলে কমে সাজা।
তেতুঁলে ঘষলে পিতল চকচক করে
না ঘষলে আবার হয় কালো,
প্রদীপে না দিলে জ্বলতে কেরোসিন
ছড়ায় না কখনোই আলো।
যতনে রতন মিলে অযতনে ক্ষয়
বহুদিন টিকে সবই রয়,
বোঝাফেরার মাঝে ভালোবাসা বাড়ে
নয়তো বিষের বড়ি হয়।
নবায়ন করতে হয় সবকিছুতেই
নয়তো মেয়াদোত্তীর্ণ,
নবায়ন ছাড়া অকেজো হয়ে যায়
হারায়ে ফেলে নিজ বর্ণ।


৭/৫/২২
রাত-১২ঃ৪৪