******************


কালো বলে তাই নাই পিছিয়ে
কালোতেও লাগে ভালো,
সব কালো আবার অন্ধকার নয়
কিছু কালো দেয় আলো।
লিখতে ভালো কালো কালিতে
পড়তেও কালো লেখা,
সাদার মাঝে কালোই সুন্দর
স্পষ্ট যায় যে দেখা।


কোকিলের কন্ঠ সুমিষ্ট বেজায়
দেখতে যদিও কালো,
ফর্সা মানুষ কালো পোশাকে
দেখতে লাগে ভালো।
কালো কেশে নারীর সৌন্দর্য
কপালে কালো টিপ,
দেখতে ভালো কালো লেখা
যদি হয় তা ডীপ।


কাজল কালো চোখ সুন্দর হয়
থাকলে কালো ভ্রু,
কালো জামও খেতে ভালো
যদি হয় তা পুরু।
পুরুষ মানায় কালো প্যান্টে
মেয়েরা কালো বোরকায়,
সুন্দর লোকে কালো পোশাকে
ফর্সার কালো কোর্তায়।


চলতে ভালো কালো রাস্তায়
বিপদ থাকে কম,
মনটা যদি কালো হয়ে যায়
বন্ধ হতে চায় দম।
শোক প্রকাশে কালো ফিতা
ভয় দেখাতেও কালো,
অন্ধকার যত ঘুটঘুটে হয়
উজ্জ্বল বাতির আলো।


কালোজিরা দেখতে কালো
ঔষধি গুনে ভরপুর,
চন্দ্রের আলো দেখতে ভালো
রাত যতই হয় গভীর।
কালো লোকের মন পরিস্কার
ফর্সার থাকে অহংকার,
কালো বলে ভাই তুমি মূল্যহীন
সাদাকে দিয়ে হুংকার।


******************
২৮/০৭/২০
আমতলী, বরগুনা।