**********************


আশ্বিনের শেষ পূর্নিমা তিথিতে গমন,
কোজাগরী পূর্নিমাতে নিয়ে আসে ধন।
চন্দ্রমুখী লক্ষ্মী দেবী আসে পূর্নিমাতে,
অন্ধকার হারিয়ে জোছনা আলোতে।
হাসি খুশি মুখে তার সর্ব সুখের বন্যায়,
কলাবউ সেজে আসে রূপকে কন্যায়।
আনন্দে মেতে ওঠে মুখরিত হয় সবে,
এসেছে লক্ষ্মী মা তাই সবারে সুখ দিবে।
বছর ঘুরে আশ্বিন শেষে পূর্নিমা তিথিতে,
ঈশ্বরের দূত হয়ে আসে শান্তি বিলাতে।
প্রসাদে বরণ করে প্রসাদ না নেয় হাতে,
আর্শীবাদ নিতে পূজে সবে প্রনামীতে।
আসো মা বসো ঘরে নজর চাই তোমার,
সকল গ্লানি দূর করে শান্তি দিও আবার।
ধন-সম্পদ বাড়ায়ে দিও কর অন্য দান,
বিপদ আপদ নাহি চাই দূর করো বান।
শান্তি আছে তোমার হাতে দিও তুমি মা,
প্রনামী প্রনামী আমি তোমার প্রতিমা।
তোমার আর্শীবাদ চাই সবে যেন পাই,
চরণ ধূলোতো সব অসুখ হোক বিদায়ী।
তুমি হলে ধনের দেবী তুমিই হলে দামী,
সর্বসুখে বর্ষন কর দেবী লক্ষ্মী প্রনামী।


***********************
৩০/১০/২০
আমতলী, বরগুনা।