************************
সারাদিন ব্যস্ত থাকা মানুষগুলো
রাত হলে কারো না কারোরে মিস করে,
একটু খোঁজ নিয়ে জানতে চায়
সেই মিস করা লোকটা কেমন আছে!
চলতে থাকা সেই লোকগুলো ক্লান্তের পথে
একটু বিশ্রাম নেয়ার সময়
মনে করে এবং জানতে চায়
সেই মিস করা লোকটা এখন কি করে!
অসহ্য যন্ত্রণায় মধ্যে নিজেকে সামলায়ে
একটু সুখ অনুভব করতে
কিছু কথা বলে মনটাকে হালকা করতে চায়
আর তাকে একটু বলে দেয় কষ্টে আছি।
গভীর ঘুমে মগ্ন থাকা লোকগুলোর
গভীর রাতে যখন ঘুম ভাঙে,
তখন মেসেজ করে রাখে তাকে
মিস করি।
শুধু মিস করি, মিস করি, তোমাকে মিস করি
চির চেনা মুখটা যখন দেখতে মন চায়
কতদিন দেখা হয়নি বলে,
না দেখার অভাবে একবার ফোন করে বলে
অনেক ব্যস্ত আছি।


চোখের আড়াল হলে মনের আড়াল হয়
এমনটাই যেমনটা সত্য,
অনেক দিন দেখা না হলে তার সাথে কথা না হলে
তাকে নিয়ে আল্পনা না আঁকলেও
তাকে ভুলে যেতে হয়।
যাকে প্রতিদিন একবার দেখতে হতো
প্রতি ঘন্টায় একটা মেসেজ দিয়ে বলতে হতো
তোমাকে মিস করি, ভালোবাসি।
ব্যস্ততার অজুহাতে কথা না বলতে না বলতে
একটা সময় সেই মিস করা ব্যক্তি হারিয়ে যায়
কোন এক মরুভূমিতে না হয় গহীন বনে।
*****************************
০৯/০৮/২০
টিয়াখালী, বরিশাল