*******************


দৃষ্টি চোখের থাকলে ভালো
অন্ধকারে দেখে আলো,
সবার সৌন্দর্য দেখে সদাই
দেখে না কভু কালো।
মনের দৃষ্টি চোখের দৃষ্টি
একই সুতায় গাঁথা,
মনে যখন লাগবে ভালো
দেখবে চোখে সাদা।


ভালো লাগলে মনের মধ্যে
চোখের দৃষ্টি মূল্যহীন,
কুৎসিত কালো বাসলে ভালো
সেটাই তখন সমীচীন।
চোখের দৃষ্টি ভুল দেখে না
মনের দৃষ্টিই খুঁজে নেয়,
বাসলে ভালো হোক সে কালো
দোষত্রুটি নাহি রয়।


মনের আয়নার দাগ বসিলে
আবছা চোখের দৃষ্টি,
চোখ মুদিয়ে হীরক দেখে
মেঘ না হতে বৃষ্টি।
সুন্দর পৃথিবীর সৌন্দর্য দেখতে
চোখ আসলে তুচ্ছ,
ক্ষীণ আলোর দৃষ্টি দিয়েও
দেখে সৌন্দর্যের গুচ্ছ।


সৌন্দর্য সব মনের ভিতর
চেহারা কোন বিষয় নয়,
মনের ভিতরটা সুন্দর হলে
সুন্দর তবে দেখতে পায়।
নিজের মনটা থাকলে ভালো
সবই সাদা নাহি কালো,
সৌন্দর্য সবার দেখতে হলে
মন পরিস্কারে চলো।


******************
আমতলী, বরগুনা।
২/০৬/২০