আমার ব্যাথায় আমি ব্যথিত
কেহ বুঝিবার নাহি চায়,
আপন করিতে চাহিবার কারন
তাদের স্বার্থ নিহিত রয়।
স্বার্থের কারনে আসিলো কাছে
স্বার্থ ফুরাতে কেহই নাই,
স্বীয়বেদনা আমায় দিতেই তাদের
খুঁজিয়া নাহি আর পাই।


পশ্চাতে তাদের আগমনের গান
শুনিবার নাহি পেলাম,
আমি দয়ার সাগরে ডুবিয়া যেতে
অর্থকড়ি কতই দিলাম।
বিশ্বাস করেছি আমি ভ্রাতা-স্বজন
আমায় দংশিবে নাহি ভাবি,
আমার দূর্বলচিত্তে প্রকাশিলে মিথ্যে
সদয় হয়ে হারাইলাম সবই।


এক জীবনে এত দুঃখ সহিবার নয়
অগ্রজন্মে যাহার শুরু,
আমার দোষে আমি দোষী হলাম
নাহি দোষী আমার গুরু।
নিজের পাল্লায় তুলিয়া অপরকে
সমতাসূচকে দিয়েছি ঠাঁই,
এ ছিলো জীবনের বড় নির্বুদ্ধিতা
অর্থ সম্মান সবই হারাই।


দিয়ে সবই মোর অনুশোচনায় ঘোর
মূল্যায়নে তারা হয়নি বিভোর,
স্বীয় বেদনা দিয়ে উল্লাসে তেজে
নিদ্রায় তারা আঁটকায়ে দোর।
ভালোবাসার প্রতিদান মান অভিমান
দিয়েও আজ হলাম দোষী,
যার কাছে যাই পাই নাকো ঠাঁই
নেয় না কেহ মোর সালিসি।
১৮/৪/২১