*************************


মরিচীকা সে তো ভিত্তিহীন
ভাবতে পারি রৌদ্রময়,
সামনে দেখছি পানি থই থই
যখন গলায় তৃষ্ণা রয়।
আসলে তো পানি নাই কোন
শুধু শুধুই হয়রানি,
তৃষ্ণা আরো বেড়ে যায় বেশি
হয়তো রুহের কোরবানি।


ছুটছি যতো মরিচীকার দিকে
ততই বাড়ছে জ্বালা,
বিরহ বেদনা ছাড়ছে না কিছুতে
থাকা হয়না ভালা।
সব কিছু যেন তছনছ হলো
কিছুতে নেই প্রশান্তি,
অনেক ঘোরাঘুরির পরে যেন
দেহে আসছে ক্লান্তি।


মরিচীকা তুমি কোন বাস্তব নও
ভাবনা ছিলো ভুল,
হাজারো মাইল পথ পাড়ি দিয়েও
পেলাম না কোন কূল।
আজ আমি সব হারিয়ে ফেলে
বসে আছি তাপদাহে,
অবচেতন হয়ে পরে আছি
ব্যাথা নেই মোর গাহে।


মরিচীকার মোহে হারায় সব-ই
পাওয়ার কিছু নাই,
সময় গেলে মরিচীকার পিছে
আর কি ফিরে পাই?
মরিচীকা তুমি বুঝালে আমায়
হৃদয় তোমার শূন্য,
তৃষ্ণা মিটানো তোমার কাজ না
তবুও আমি ধন্য।


**************************
১০/০৭/২০
আমতলী, বরগুনা