মুজিব! তোমার শতবর্ষ হলো আজই পূর্ণ,
তোমার জন্মে বাংলার মানুষ, হয়েছিলো ধন্য।
এক'শ বছর আগে তুমি, ১৭ মার্চের এই দিনে,
জন্মেছিলে মুজিব তুমি, টুঙ্গিপাড়ার এক গ্রামে।
জন্মেছিলে তাই বলে আজ, স্বাধীন দেশে আছি,
নইলে হয়তো থাকতেই হতো,পাকিস্তানীদের দাসী।
শত বছর মানিনা আমি, হাজার বছর স্মরিতে চাই,
অমর হয়ে থাকবে তুমি, বাঙালির এ হৃদয়ে।


যৌবন তোমার জেলে কেটেছে, বাঙালির অধিকার রক্ষায়,
বাংলা তুমি ধরেছো বক্ষে, আকাশ- বাতাস স্বাক্ষী দেয়।


দেশের জন্য জীবন দিলে, বিসর্জন দিলে সবকিছু,
অগ্রগামী ছিলে তুমি, হটনি কোনদিন পিছু।
প্রতিদানে হায়েনার দল গুলি চালায় বুকে,
নির্বংশ করতে চাইলো তোমায়,  বাঙলার মাটি থেকে।


পারেনি কেউ, পারবেও না কোনদিন তোমায় ভুলে থাকিতে,
অমর হয়ে থাকবে তুমি বাঙালির মাঝে যুগে যুগে।


************************************************
মুজিব শতবর্ষের স্মরণে
১২/০৩/২০২০
বরিশাল