আমার বাড়ি মধুর হাঁড়ি
আমার মায়ের মুখ,
মায়ের মুখটি দেখলে আমার
ভরে ওঠে বুক।
আমার বাড়ি সবুজ শ্যামল
গায়ের বুকে আটা,
নদীর পাড়ের রাস্তা দিয়ে
যেতে লাগে হাটা।
পুকুর ভরা মাছ আছে আর
বাগান ভরা গাছ।
ফুলের বাগানে ফোটে ফুল
ফল আছে একরাশ।
নারিকেল গাছে ডাব ঝুলে আর
তাল গাছে তাল,
পেয়ারাগুলো গাছে ঝুলে
ভিতরে হয় লাল।
আম আছে, জাম আছে
আরও জামরুল।
শীতের সময় দেখা যায়
বড় বড় কুল।
কদবেল আর বাতাবি লেবু
গাছে গাছে লিচু,
মায়ের আদর পাই যে আমি
থাকলে তার পিছু।
মেহেদীগাছ আছে সেথায়
সবুজ পাতার দল,
পাতা পিষে দিলে হাতে
হয় তো অনেক লাল।
নদীর পাড়ে বাড়ি আমার
নৌকা সারি সারি,
থাকতে অনেক ভালো লাগে
ছোট্ট হলেও বাড়ি।
আমার বাড়ি সবই আছে
আছে অনেক ঘর,
আমরা সাবাই থাকি মিলে
নয় তো কেউ পর।


৩০/০৩/২০
আমতলী, বরগুনা