*****************************


আমি! পন্ডিত কানাই,
জ্ঞানী আমি, জানি জ্ঞানের একূল-ওকূল,
চোখের সামনে দেখি আমি সবারই তো ভুল।
শিখাতে চাই যখন-তখন, শিখাতে চাই পথে ঘাটে,
ভাবনা আমার আমিই পন্ডিত, চলছি সর্বদা ডাটে।
শিক্ষার মাঝে আমার আছে অহংকার বোঝাই,
আমিই  সব জানি, আমি হলাম পন্ডিত কানাই।
শিখাই আমি পথে ঘাটে জ্ঞান দিতে চাই ধরে,
জ্ঞানের ভারে নুইয়ে আছি আসেনা কেউ ডরে।


হা হা! আমি পন্ডিত কানাই,
আমার পকেটে থাকে কলম, মুখে আমার বল্লম,
আমি ভাবি, শিক্ষার ঝোলাতে আছে জ্ঞানের মলম।
আমার নাই কোন ভুল, আমি জ্ঞানেই মসগুল,
ভাবনা আমার মূল, গ্রন্থ ছাড়া চলিনা একচুল।
আমার চেয়েও জ্ঞানী আছে, না না হতে পারেনা!
আমি সমাজের অহংকার, এটাই মোর ভাবনা।
পন্ডিত মশাই ডাকে সবাই, আমি নয়তো কারো ভাই,
আমি জ্ঞানী, আমি গুনি, তাই জ্ঞান দিতেই চাই।


হ! হ! আমিই জ্ঞানী কানাই,
সব কিছুতে দখল আমার অজানা কিছুই নাই,
চলাফেরায় আমার গাম্ভীর্যতা, লাগাই না কূলে ছাই।
আমার জ্ঞানে আমি সেরা, দেখিনা আমার ভুল,
আমি এক পন্ডিত মশাই, গায়ে অহংকারের ধূল।
না পারলে আসো, পারলে বসো, দেখি যাচাই করে,
কত জ্ঞান আছে ঝোলাতে? কতটুকু আছো ধরে?
পন্ডিত মশাই জ্ঞান দিতে চাই, জ্ঞানের ঝোলা নয় ফাঁকা,
জ্ঞান দিতে চাওয়া অজ্ঞানীর কাজ, ফাও পন্ডিতি হাঁকা।
জ্ঞানী ভাবি নিজেকে আমি, আসলে! জ্ঞানী আমি নই,
খালি কলসি বাজে বেশি, না ভেবে আমি করি হৈচৈ।
*****************************
২৬/০৮/২০