**********************


নাহি বুঝিলে কারো কথাগুলো তব
শুনতে বলো কেবা চায়;
নাহি বসিবে কেহ অভিধান খুলে তব
হয় অর্থ বোঝা যদি দায়!
সহজ সরল ভাবে কেহ বলিলে কথা
শুনতে চাহিবে তব সবে,
সহজেই ভুলবে না কেহ রাখবে মনে
বলছিলো কে বা কবে!


বলিলে কেহ কথা ছন্দের তালে তালে
শুনলে কেউ গল্পের ছলে,
অল্প কথায় বুঝাতে পারলে অযথা
বেশি কথা নাহি কেউ বলে!
অলস সময় এখন কার বা আছে
কেবা শুনতে চায় বেশি?
অল্প কথা দিয়ে বুঝিয়ে দিতে হবে
তবে হবে শ্রোতা খুশি।


বলা যেতে পারে কিছু গানের ছন্দে
বাদ্যের তালে তালে,
এর মধ্যে যত কথা বলা যাবে বলো
শুনবে তবে সকলে।
দিলে কেহ বার্তা প্রাঞ্জলতার সাথে
নিবে সহজেই শুনে বুঝে,
কঠিন কথা যতই গুরুত্ব হোক না তব
মাথায় কেউ নাহি গুঁজে।


না বুঝলে শ্রোতার মন, বক্তার বক্তৃতা
শুনবে কে বা কতক্ষণ ;
শ্রোতাকে বুঝতে পারে এমন বক্তা
আছেই বা কয়জন?
কতেক লিখতে পারে পাতায় পাতায়
বুঝাতে পারে কয়জনে?
পাঠক যদি নাহি বুঝতে পারে তবে
লেখার স্বার্থকতা কোনখানে?


**********************
০৬/০৫/২০
আমতলী, বরগুনা।