****************


এলার্জি আছে হাজার রকম
দেহের উপর ঘেরা,
চুলকানি, ফোসকা বারানি
চর্মে জ্বালা পোড়া,
হৃদয় মাঝেও এলার্জি আছে
ভলোবাসায় ঘেরা,
একটু সময় না দেখলে তারে
চুলকায় থোরা থোরা।


যদি ভালোবাসার এলার্জি কারো
হৃদয়ে বাসা বাঁধে,
ছাড়তে পারে না ভালোবাসা আরো
মাঝে মাঝে কাঁদে।
আস্তে আস্তে চুলকাইতে থাকলে
মজা আরো বাড়ে,
চুলকাইতে চুলকাইতে মনের মধ্যে
প্রেম রসে ভরে।


প্রেম নামক এক রোগে আক্রান্ত
খাওয়া দাওয়া বন্ধ,
ঔষধ!খাইতে হয় না দেখলে সারে
নাইকো তাতে গন্ধ।
সেথায় চুলকানো যায় যতো বেশি
মজা তত বাড়ে,
আবেগের চুলকানি বাড়তে থাকে
যত থাকে দূরে।


কারো প্রেমেলার্জি রোগে পেলে
চোট লাগে আগে দিলে,
চুলকাইতে থাকলে হৃদয় খুলে
পাগল উভয় মিলে।
চামড়া ঔঠে আর ফোসকা পড়ে
অল্প করে রসে ভরে,
খানিক পরে জ্বালা পোড়া করে
তবুও চুলকাতে মনে ধরে।


প্রথম থাকে চুলকানির ধারা
এরপরেতে রসে ভরা,
ডুবতে থাকলে প্রেমের মাঝে
শুরু হয় জ্বালা পোড়া।
ঔষধে কারো রোগ সারে না
ঘুম-নিদ্রা উভয় হারা,
কথায় মাঝে সদা ভালো থাকে
নইলে দিশেহারা।


*******************
২১/০৬/২০