***********************


ফিরবো না আর ঐ শহরে
থাকুক যত সুখ,
যেথায় অসত্য অভিনয় ভরা
ভারাক্রান্ত মুখ।
সেথা প্রতিশ্রুতি আর প্রতারণা
একই সুতায় গাঁথা,
ভালোবাসার শুধু অভিনয় করে
শুনলে ঘুরায় মাথা।


ঐ শহরের মানুষগুলো এমন
প্রয়োজনেই আসে,
স্বার্থেই তাদের ভালোবাসা
ততক্ষণ থাকে পাশে।
ছোট্ট ছোট্ট কথায় সাজানো
মিষ্টি হাসির ছোপ,
বোকা বানায় স্বার্থ হাসিলে
এটাই তাদের টোপ।


শহর ভরা ঝলমল আলোয়
হাসি খুশিতে ভরা,
হঠাৎ আবার অন্ধকার নামে
সিক্ত থেকে খরা।
সাপ লুডু আর ছক্কার চালে
করছে তারা খেলা,
কারো পতন ঘটলেই যেন
করে থাকে হেলা।


************************
১৪/০৮/২০
আমতলী, বরগুনা।