*******************


পরের মাথায় কাঠাঁল রেখে
খেতে লাগে মিষ্টি,
পরের কষ্টে পায় নিজের সুখ
নাইকো চোখের দৃষ্টি।
ভাবলো শেষে জিতার বেশে
এটাই তাদের কৃষ্টি,
ভাবছে সে তা শুকনো গায়ে
নামবে না আর বৃষ্টি।


অহমিকা আর জোর জুলুম
থাকেনা গায়ের বল,
একদিন ছেড়ে যেতে হবে
শক্তিশালী দল।
থাকবে না আর দাম্ভিকতা
দাঁড় হবে না শির,
থাকবে না আর দ্রুত গতি
হয়ে যাবে স্থির।


কাঠাঁল থাকবে নিজের মাথায়
তখন খাবে অন্যরা,
বলতে পারবেনা তখন কিছু
তারাই যে বন্যরা।
কষ্ট পাবে আর ক্ষত হবে
হৃদয় হবে খানখান,
অনুশোচনা হবে স্মৃতি পটে
শুধু শুধু অভিমান।


জগৎ স্বামী অনেক দামী
রাখছে লিপিবদ্ধ,
তাহার কাছে সবাই সমান
করেনা কোন শব্দ।
পর ঠকায়ে পাবে না আঁচান
চিত্তে থাকলে ঈমান,
ঠকাতে পারো গায়ের জোরে
পেতে হবে প্রতিদান।


*********************
২২/০৬/২০
আমতলী, বরগুনা।