********************
যাহা দেখি নাই আমি এ দুই নয়নে
বিশ্বাস করিনা তাহা গুরুর বচনে,
এ কথা বলে যাহারা সব নাহি সত্য,
তাহলে বোঝাও তুমি সৃষ্টির আসল তত্ত্ব।
চোখে দেখা যায় না, সব কিছু সৃষ্টির,
তাই বলে কি দোষ দিবো সব কিছু দৃষ্টির?
সব কিছু যায় না দেখা, থাকিতে ভূবনে,
তবুও বিশ্বাস করিতেছি মোরা সবে মনে।


এমন কথা বলা সবি মুর্খতার কারণ,
তবুও বলে লোকে যতোই করছি বারণ।
বাতাস দেখেছে কে বলতে কি পারো?
শীত ধরেছে এমন আছে কি আরও?
অনুভবে বিশ্বাস করিতেছি সদা মনে,
মুখের কথায় বিশ্বাস করি জনে জনে।
দেখিয়া ধরিয়া বিশ্বাস সব নাহি যায়,
দেখিতে চাওয়াও সব বোকামি হয়।


তাপের পরিমাণ মোরা দেখিবো কেমনে?
অনুভব করিতেছি সবে গরমের সনে।
সৃষ্টির মাঝে স্রষ্টা বিলীন এটাই হলো সত্য,
সব কিছু করে নিয়ন্ত্রণ এটাই শ্রষ্টার তত্ত্ব।
ভাবিও তাহার সৃষ্টির কথা একা একা মনে,
দেখার জন্য তাহারে খোঁজ কর জনে জনে।
স্রষ্টার সৃষ্টির সব মোরা দেখিবার নাহি পাই,
আবার কিছু সৃষ্টি মোরা অনুভব করে নেই।
সব কিছু সৃষ্টির জন্য এক স্রষ্টা আছে ভাই,
তবুও বলো কেমনে তোমরা স্রষ্টাই নেই?


থাকে যখন সুখে অহংকার জাগে মনে,
দুখের সময় বাঁচাবে মোরে খোদা একজনে।
মনে প্রানে বিশ্বাস, করিতে নাহি চায়,
ধ্বংস লীলায় পরে তুমি করছো হায় হায়!
অনুভবে পাই তাহারে দেখার কিছু  নাই,
মানবের মাঝে খোদা খুঁজে দেখো ভাই।
বিশ্বাস করিলে মনে দেখা হবে তাহার সনে
সৃষ্টির মাঝে বিরাজ করছে প্রভু সংগোপনে।


*************************
২৬/০৫/২০
আমতলী, বরগুনা।