*************************


সামাজিকতা দেখেছি পিপীলিকার মাঝে,
একে অন্যের দুঃখে সদা কাতর সাজে।
লাইনে লাইনে হাঁটে তারা একই সাথে,
সমন্বিত ভালোবাসা আছে দিনে রাতে।
অন্ন খোঁজে হন্নে হয়ে নাহি মতের অমিল,
মনের মাঝে বিশ্বাস রাখে সদা তিল তিল,
বাঁচতে হলে বাঁচবে সবাই পিছপা হওয়ার নাই,
মরতে হলে একত্রে মরবে যেন ভাই ভাই।


সামাজিকতা দেখেছি আমি মৌমাছি পোকায়
ফুলে ফুলে ঘোরে তারা, ঘোরে শাখায় পাতায়,
মধু সংগ্রহ করে রাখে তারা একই চাকে,
আলাদা রাখেনি কখনো কেউ কোন ফাঁকে।
মিলেমিশে থাকে সদা যেন কেহ নয় পর,
একত্রে অন্ন সংগ্রহ আবার বাঁধে একই ঘর।
সামাজিক নেতৃত্বে সদা আছে এক পোকা,
এমন ভাবে মানে তাকে বাকিরা হয়ে বোকা।


মানুষ সামাজিক জীব সন্দেহ মোর আছে
একজনের বিপদে তাদের অন্যজনে হাসে।
খাবার নিয়ে কাড়াকাড়ি আর মারামারি কত!
হয় নারী নিয়ে বাড়ি নিয়ে খুন খারাবি শত।
অসামাজিক আচরণ আর পশুর মত কাজ,
দেখলে তাদের যায় না বুঝা অমানবিক সাজ।
আমি সব মানুষের মাঝে সামাজিকতা দেখিনি,
শিক্ষা দীক্ষায় পটু হলেও হিংস্রতা ছাড়েনি।


****************************
১২/০৬/২০
আমতলী, বরগুনা।