================


আজব যন্ত্র যায়না ছোঁয়া,
আঘাত করে বেশি,
পিছনে থাকে তার কারুকার্জ
ক্ষতি রাশি রাশি।
ধাতব কাঠামোর নয়তো সেটি
পদার্থে নয় যে গড়া,
ষড়যন্ত্রের ফল এতোই কঠিন
যাইতে পারে মারা।


সুনিপুণ চিন্তায় কাঠামোতে গড়া
নকঁশা-ডিজাইন বেশ,
উড়িয়ে দিবে গুড়িয়ে দিবে
থাকলে কারো রেষ।
নাই গুলি তার নাইরে হাতল
নাই কোন ট্রিগার,
এরপরেও তার আঘাত বেশি
তীক্ষ্ণ বেশি ধার।


ষড়যন্ত্রের ফল হয়না ভালো
শত্রু বেড়ে যায়,
দাঙ্গা হাঙ্গামা ঘটতে থাকে
দায় এড়াবার নয়।
দাম্ভিকতা ছেড়ে সকলে মোরা
ষড়যন্ত্র করিবো ভয়,
সুন্দর সমাজ গড়বো সবে
ভালো কাজের বিনিময়।


ষড়যন্ত্রে দেশ ও দশের ক্ষতি
নিজেও ক্ষতির মুখে,
অপরকে ক্ষতি করতে গেলে
আসে নিজের দিকে।
চিন্তা ভাবনায় হয় সতর্ক থাকতে
ভয়ে কাপে বুক,
ঘুম নিন্দ্রা নাই কারো চোখে
বিসর্জন দেয় সুখ।


=================
১৩/০৫/২০
আমতলী, বরগুনা।