সমাজে এমন লোক আছে, যারা স্বার্থ নিয়ে ব্যস্ত
খারাপ-ভালো খোঁজে না তারা, বাড়াতে তাদের হস্ত।
অর্থ তারা বড়ই দেখে, সার্থটা যেমন
নষ্ট জিনিস বিনিময়ে  ,কাঁদেনা তাদের মন।


নষ্ট বিষয় লুকিয়ে রেখে, কষ্ট দিতে চায়
সার্থের কাছে ছাড় পায় না, পায় না তাদের মা'য়।
নিজের স্বার্থে নিজে পটু, স্বার্থ ফুরালে বলে কটু,
নিন্দা করলে তাদের লোকে কিবা আসে-যায়?
মানুষ রূপে অমানুষ যেমন, স্বার্থবাদীরা হয়তো তেমন,
অর্থের জন্য গুম-খুন করে, লোভের ঘোরে পরে রয়।


হালাল হারাম নাহি খোঁজে স্বার্থ অন্বেষনে,
মুখে মিষ্টি ভাষা থাকলেও কিন্তু বিষ থেকে যায় মনে।
এমন লোকের প্রতারনায় সবার ঠকতে হয়,
একজনের স্বার্থ গড়তে গিয়ে, ঠকে কত জনায়!
সেদিন বেশি দূরে নয়, নিজেরও একদিন ঠকতে হয়,
বর্তমানের লোভে পরে সে ভবিষ্যৎ কে হারায়।