*****************


সুখ হলো আপেক্ষিক বিষয়
সব স্থানেই সমান,
মানের দন্ডে পরিমাপ হয়না
তবুও দিবো প্রমাণ।
বিশাল অর্থের মালিক হলেও
থাকে না সবার সুখ,
অল্প অর্থেও কেউ কেউ আবার
পেয়ে যায় মহাসুখ।


টাকা দিয়ে সুখ যায়না কেনা
মেলে না হাট-বাজারে,
দিনের বেলায় না থাকলেও সুখ
মিলতে পারে আধাঁরে।
সুখের নাই চেহারা নাই কোন রূপ
নাই যে কোন আকার,
সব জায়গায় সুখ বিচরণ করে
নাই তার কূল কিনার।


সুখ চাহিদার ব্যাস্তানুপাতিক
উল্টা ভাবে চলে,
চাহিদা যত বেশি সুখ তত কম
কম চাহিদার দলে।
সুখ হলো তার মনের ব্যাপার
ভাবলে নিজের মত,
সুখ আসে না সম্পদ দিয়ে
থাকলেও শত শত।


সব ছেড়ে দেন সুখী হবেন
চিন্তাই বড় অসুখ,
চিন্তা ভাবনা নাই যার মনে
তার মনেতেই সুখ।
ঝুট ঝামেলা এড়ানো গেলেই
সুখের সন্ধান মিলে,
সুখ নয় তো দেহের বাহিরে
সুখ আসলে দিলে।


*****************
২৪/০৮/২০
আমতলী, বরগুনা।