*********************


লকডাউন দিয়েছি আমি নিজেকে
আমার গাঁয়ে ঘেঁষো না,
নিজে নিজেই সুস্থ থাকতে চাই
আমার পাশে বসো না।
লকডাউন যখন শুরু হয়েছিলো
বেপরোয়া করেছো চলাচল,
আস্তে আস্তে করোনা বিস্তার ঘটালে
এবার না হয় ছাড়ো দল।


ধরোনা ধরোনা আমার হাত ধরোনা
করোনা করমর্দন করোনা,
তুমি সুস্থ আছো বোঝার উপায় নাই
দয়া করে একটু সরো না!
সচেতনতা কারো না থাকতে পারে
আমি তো সচেতন আছি,
তোমার ভুলে তুমি মরতোও পারো
আমার চেষ্টায় একটু বাঁচি।


জাতীয় স্বার্থে লকডাউন দিয়েছিলো
গাঁয়ের জোরে করেছো দল,
তখন প্রশাসন অনুশাসন কিছু মাননি
এবার দেখবে কত বল।
দিন দিন করোনা তো বাড়তেই আছে
এবার থাকবেনা কেউ সুস্থ,
নিজের লকডাউন নিজেকে দিতে হবে
আর চলা যাবে না গুচ্ছ।


প্রশাসন লকডাউন শিথিল করেছে
কাজে নেমে যাই সকলে,
নিজের লকডাউন খেয়াল রেখো কিন্তু
কাজ করিলেও দলে।
সেনিটাইজার তোমার সঙ্গে এনেছো কি?
নিরাপদ থাকতে হবে কলে,
অনিরাপদ অবস্থা ঝুঁকির কারন হতে পারে
যেতে পারে সব বিফলে।


সুস্থ থাকলে নিজের পরিবারও সুস্থ
যেথা একত্রে করি বসবাস,
লকডাউন করলে করোনার উপদ্রব
আস্তে আস্তে হবে বিনাশ।
আমার সচেতনতা আমার সুস্থতা
আমার পরিবার ঝুঁকিমুক্ত,
নিজেকে আমি লকডাউন করেছি
হবো না কারো সাথে যুক্ত।


***********************
আমতলী, বরগুনা।
০৩/০৬/২০