****************


ভাবছি কত নিজের মত
ছোট বেলায় আমি,
বড় হলে থাকবো স্বাধীন
হবো অনেক দামী।
থাকবে না আর পড়াশুনা
করবে না কেউ রাগ,
দিবে না আর আব্বু-আম্মু
পড়ালেখার ডাক।


ইচ্ছে হলেই বেরিয়ে পড়বো
মাতবো কত আড্ডায়,
শাসন বারন আর থাকবে না
মনে যখন যা চায়।
অফিসে যাবো চাকরি করবো
ঘুরবো এদিক ওদিক,
টিভি দেখে ছুটির দিন কাটাবো
যা করবো তাই ঠিক।


থাকবো স্বাধীন সারাটাদিন
কাটবে মনের সুখে,
আমায় জীবন ছুঁইবে না আর
পড়াশুনার দুখে।
পড়াশুনা ভালো লাগে না
বানাইলো কোন বেটা,
পাইলে তারে বকতাম আমি
ছাড়া করতাম ভিটা।


বড় হয়ে স্বাধীনতা হারালাম
হারালাম সব সুখ,
ছোট বেলায় ছিলাম ভালো
ছিল না কোন দুখ।
এই ঝামেলা সেই ঝামেলা
দায়িত্বের নাই শেষ,
আবার ছোট হতে পারলে
আনন্দে কাটতো বেশ।


ঝুটঝামেলা এড়াতে পারতাম
থাকতো না তো কাজ,
ছোটই আমি থাকতে চাইতাম
করতাম শুধু সাজ।
দায়িত্ব আমার থাকতো না যে
থাকতাম নিজের মত,
শুধু পড়াশুনাই করে তখন
জীবন করতাম গত।


****************
১/০৯/২০