সংসার হলো এমন এক দেশ
যেখানে নেই কোন আইন,
নেতৃত্ব আছে কিন্তু নেতা নেই
অধিকার হলো শাসন।
ভালোবাসা দিয়ে এ দেশ চলে
জোর করে নাহি কিছু চলে,
সংসার হলো সমোঝোতা তবে
চলবে না কিছু পেশির বলে।


লেনদেন আছে নেই টাকা কড়ি
মনের সাথে মনের বেচা-কেনা,
মন না থাকলে পাবেনা কিছুই
ঋণের সাথে হতে হবে দেনা।
আন্দোলন নেই তবে আছে অভিমান
পছন্দ নাও হতে পারে সব,
একজনের পছন্দ দিতে হবে প্রাধান্য
করতে হবে অনুভব।


নেই কোন জনগন সবাই সরকার
সিদ্ধান্ত নেয়া সবার অধিকার,
কর্তব্য আছে যেমন বুঝে নিতে হয়
অধিকারও আছে যে সবার।
সংবিধান নেই তবে আছে বোঝাপড়া
প্রয়োজন হবে মিটাতে,
বাজেট নেই তবে আছে তো অভাব
গুরুত্বটা হবে বুঝতে।


নেই কোন প্রশাসন আছে আন্তরিকতা
রক্ষা করতে হয় অধিকার,
দেখতে হবে সবার প্রয়োজন
যেখানে যাহা দরকার।
ভালোবাসা হলো সংসারের মূলধন
অর্থ হলো গুরুত্বহীন,
অর্থকে দিলে অধিক গুরুত্ব তবে
ভালোবাসা হবে যে বিলীন।
গুরুত্ব আর আন্তরিকতাই হলো
সংসারের সার্বভৌমত্ব,
না থাকিলে সার্বভৌমত্ব সেথায়
তবে জনগনের বাড়বে দুরত্ব।


২৯/০৩/২০
আমতলী, বরগুনা