================


আমি ভালো বক্তা হতে চাই না
ভালো শ্রোতা হবো,
আমি বক্তৃতা দিতে চাই না
তবে শুনেই যাবো।
ভালো শ্রোতা হয়ে আমি
ভালোবাসা নিবো,
বলতে চাইলে কেউ মনের কথা
আমি শুনেই যাবো।


যত আবেগ আছে তোমাদের
আমাকে বলতে পারো,
আমি ধৈর্য ধরে শুনতে পারবো
আমাকে শ্রোতা ধরো।
ভালো বক্তা হওয়া কঠিন কাজ
তবে শ্রোতা হওয়া সহজ,
ক'জনের বলো ধৈর্য আছে তবে
ধৈর্য থাকলেই বস।


সবার শ্রোতা হতে যোগ্যতা লাগে
বুঝতে হবে কথা,
শুনার মত ধৈর্য থাকতে হয়
শুনতে হয় যথযথা।
আছে আমার ধৈর্য সহ্য
বলতে থাকো শুনি,
শুনে বুঝে জ্ঞানের কথা
কিছু কথা কিনি।


বক্তা হওয়ার যোগ্যতা নাই
বলতে পারে সবে,
ক'জন বলো শুনতে পারে
ধৈর্য ক'জন নিবে?
শ্রোতা হয়ে গুন বিচারে
বক্তা চেনা যায়,
আসল বক্তা না চিনে কিন্তু
মন্তব্য ঠিক নয়।


===============
১৪/০৫/২০
আমতলী, বরগুনা।