================


তেল যাহার সব তাহার
তেল নাহি যার দিলে্,
তেল ছাড়া তো সবি ফাঁকা
কিছুই নাহি মিলে;
তেলের গাড়ি তেল ছাড়া তার
গতি নাহি পায়,
তেল নাহি যার ওষ্ঠো-মুখে
সে করে হায় হায়।


তেল মারে যে জনগণের গায়
জিতে যায় সে ভোটে,
বসকে চড়াতে তেলের উপর
মাখতে হবে ঠোঁটে।
তেলে মহাজন, তেলে প্রমোশন
তেলেই আনে স্বাদ,
তেল নাহি যার ওষ্ঠো-মুখে,
তাহার হয় বিপদ।


তেলবিহীন চলে না কিছুই
তেলেই থাকে মান,
তেল না দিতে অপারক হলে
হয় না প্রমোশন।
তেলবিহীন চলে না যান
হয় না কর্ম সিদ্ধ,
তেল দিলে হয় অনেকে খুশি
এমন কি হয় বৃদ্ধ।


তেলে মজা মাছ মাংস আর
তেলে ভর্তা-ভাত,
তেল নাহি যার পথে-ঘাটে
আপদ আর বিপদ।
তেলে খুশি হয় কর্মচারী
মালিকের গুনগান,
নাহি দিলে তেল স্ত্রীর কাছে
স্বামী হয় বেইমান।


তেলে খুশি আত্মীয় স্বজন
তেলে মহাজন,
তেল না দিলে সবার কাছে
গ্রহণযোগ্যতা কম।
তেল দিতেও তো জানতে হয়
যথা তথা তেল নয়,
পাওয়ার যোগ্য তেলা মাথাতে
তেল দিতে হয়।


রুক্ষ মুখে হলেও সূক্ষ্ম চোখে
অভিজ্ঞতায় ভরা,
অযোগ্য বলে সে বিবেচিত হয়
বেঁচে থাকতে মরা।
তেল নাহি যার সনদপত্রে
সব কিছু তার গোল,
তেল মারিতে ব্যর্থ হলেই
ভিষন গন্ডগোল।
=================
২৩/৫০/২০
আমতলী, বরগুনা।