*******************


কাকের ডিমে তাঁ দিয়ে আজ
কোকিল হলো বোঁকা,
কোকিলের দ্বারা ডিম ফোঁটায়ে
কাক যে দিলো ধোঁকা।
কোকিলের বাসায় ডিম পেড়েছে
বোঝেনি কোকিল সাচ্চা,
বোঁকা কোকিল বাচ্চা ফোঁটায়ে
দেখলো কাকের বাচ্চা।


লুকিয়ে লুকিয়ে ডিম পেড়েছে
দুশ্চরিত্রের এক কাক,
কোকিলের ডিম খেয়ে আবার
মারছে অনেক হাঁক।
বাচ্চা ফোঁটানোর গুন নেই তার
কর্কশ কন্ঠে ডাকে,
অপবুদ্ধিতে কোকিল ঠকায়ে
চলে একে বেঁকে।


কোকিল এবার হতাশ হয়ে
দুঃখের গান গায়,
মনের দুঃখ তার মধুর সুরে
সবাইকে জানায়।
কোকিল ঠকায়ে দুষ্ট কাকে
উল্লাস করে ডালে,
বাচ্চা আমায় ফোঁটায়ে দিলো
বোঁকা কোকিলে।


পরকে ঠকায়ে মজা লুটায়
অনুতপ্ত নাই তার মনে,
ছি! ছি! বলে নিন্দা করে
অন্য পাখিরা বনে।
কাকের কেমন মানবতা আর!
পাষাণ যেমন হৃদয়,
পর ঠকায়ে কেমনে আবার
বিজয়ের গান গায়।


*******************
১৯/০৬/২০
আমতলী,  বরগুনা।