না ঠকিলে জিতা যায় না
এটাই সবাই জানি,
জিতিয়েও তো জিতা যায়
ভাবিনি তো আমি।
ঠকার মাজে জিতার আমেজ
খুশি থাকে মন,
অমর হবে সেই ব্যক্তিই
ঠকেছে যে জন।


নিজে দাঁড়ায়ে পরকে বসানো
সম্মান তাতে নষ্ট নয়,
সম্মান  তাতে দিগুণ বাড়ে
জ্ঞানীজন এটাই কয়।
ছোট করে বড় হতে চাওয়া
গতানুগতিক ধারা,
হয়না কিন্তু ছোট এবং
যায়না কেহ মারা।


নিজের দোষ আড়াল করে
অন্যের দোষ দেখে,
সমালোচনায় লিপ্ত থাকে কিন্তু
দোষ থেকে না শেখে।
ক্ষতি না করে লাভ হয় না
চিন্তা ভাবনায় ভুল,
লাভ করায়ে লাভ করলে
ভালো থাকে মূল।


২৯/০৩/২০