মহামারী করোনার কারনে বহুদিন দেখা না হওয়ায় শিক্ষক ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলা অনুভূতিগুলো কবিতায় প্রকাশ।
*****************


তোদের ছাড়া ভালো লাগে না,
না পাই তোদের দেখতে,
রাগ অভিমান মাটি হয়ে আছে
পারি না তোদের রাগতে।
হয়েছে পড়া? পড়লি না ক্যান?
হয় না কতদিন জিজ্ঞাসা,
তোদের নিয়েই বাকিটা জীবন
তোদের নিয়েই যত আশা।


করোনার কারন করেনি বারন
তোদের ছাড়া আছি বেঁচে,
ক্লাসে না গেলে থাকি না ভালো
তোদের ছাড়া সবই মিছে।
তোদের দুষ্টুমিও ভালো লাগতো
ভালো লাগতো শেখাতে,
গল্পের ছলে শেখাতাম তোদের
ভালো লাগতো দেখতে।


সাবধানে থাকিস যন্ত্রে থাকিস
খেয়াল রাখিস তোদের,
চর্চা রাখিস পড়াশুনা করিস
দোয়া করিস মোদের।
তোদের ছাড়া ফাঁকা ফাঁকা সব
স্কুলই লাগছে শূন্য,
করোনা গেলে আসবি চলে
করবি তোরা পুর্ণ।


তোরাই হলি বিদ্যালয়ের প্রাণ
তোরা মনের আনন্দ,
তোদের ছাড়া ভালো লাগে না
করলেও তোরা দ্বন্ধ।
তোরাই ভালো লাগা তোরা প্রাণ
তোরা ফুলের গন্ধ,
তোদের ছাড়া যেন শূন্য জীবন
মনে নাই আনন্দ।


*******************
০৭/০৯/২০
আমতলী, বরগুনা।