কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে লেখা কবিতা।


***********************


শ্রাবনো বাদলের ধারা বহিছে এ মনে
বাংলা সাহিত্যের গুরু প্রয়াত এ দিনে;
তাহারে স্মরিতে আজ কত গুনীজন,
ছুটে যাবেন জোরাসাঁকো, করিতে স্মরণ।
আমার নাহি আছে তেমন অর্থ-সমর্থন,
তাহারে স্মরণ করিবার আছে শুধু মন;
বাদলে করিছে স্মরণ দিয়ে জলের ধারা
আমার দু-চোখ আছে শুধু অশ্রুতে ভরা।


তুমি মিলিয়ে আছো সাহিত্যের পাতায়,
তোমায় স্মরণ করিতে দিন নাহি রয়,
প্রতি প্রভাতে তুমি আছো মোদের গানে,
গল্প, কবিতার মাঝে স্মরছে জনে জনে।
তুমি সাহিত্যের দ্বার নয় কখনো  হারাবার,
জনমনে হৃদয় কোনে তোমারই কারবার।
বাংলা সাহিত্যের ধারা তোমার হাতেই শুরু,
তুমি নয় সাধারণ মানুষ, তুমিই মহাগুরু।


বাইশে শ্রাবণের এ দিনে সাহিত্যের সম্রাট
করেছিলেন দেহত্যাগ, কবি গুরু রবীন্দ্রনাথ।


**************************
৬/০৮/২০
আমতলী, বরগুনা