*****************************
[ আজ এই বিশেষ দিনে বিশেষ একজন মানুষের জন্য লেখা কবিতা। আমার শ্রদ্ধেয় ও ভালোবাসার কবি বন্ধু মার্শাল ইফতেখার আহমেদ কে উৎসর্গ করলাম ]


কবিতা আসর পরিবারের সকলকে জানাই
❤❤❤❤❤ ঈদ মোবারক ❤❤❤❤❤❤


*****************************


তুমি নও যে কবি ! তুমি নও যে সাধারণ,
তুমি হলে যে এক কবিদের কবি
বিশালতা তোমার মন।
সত্যিই তুমি অসাধারণ!  
তুমি চাও না হতে খ্যাতো, বিখ্যাত কবি আর
প্রসংশিত হতে একজন।
তুমি সাগরের মত বিশাল!
তোমার আছে জলরাশি
পাহাড়ের মত উদারতা তোমার
ছড়িয়ে আছো বেশি বেশি।


লিখছো তুমি কত মানবতা নিয়ে আর
গাইছো তুমি সাম্যের গান,
মাঝে মাঝে প্রসংশায় ভরে দিছো
কত কবিদের মন।
আমার ভাবনায় তোমাকে বুঝে উঠতে পারিনি!
তোমার আছে কতটুকু বল;
লেখ তুমি গদ্য কাব্যিক, আবার পদ্য কাব্যিক
তোমার আছে কত কল?


ধৈর্য্য তোমার প্রসংশনীয়! কি অসাধারণ,
তুমি সকলের পাতায় ঘুরে ঘুরে কমেন্ট করো;
এতো সময় তোমার কিভাবে আসে?
তোমার দিনটি হয়তো বড়।
তুমি বেকার! না তা হতে পারে না,
তোমার আছে যে সংসার,
একদিন তুমি বলেছিলে কবিতায়
তোমার মা, বউ আর বাচ্চার ঘর।


তোমার হয় না কোন তুলনা!  
তুমি সাদা মনের মানুষ,
কি দারুন তোমার কমেন্টগুলো তাই
পড়ে হারাই মোর হুঁশ।
ভাবলে তুমি তোমার প্রসংশা করেছি
কষ্ট পাবো মোর মনে,
মার্শাল ইফতেখার আহমেদ কবি তুমি
আছো হৃদয়ের কোনে।


*************************
২৪/০৫/২০
আমতলী, বরগুনা।।