***********************


তুমি হৃদয় মরুতে এক বিন্দু জল,
তুমি একটি গাছে একটি মাত্র ফল।
তুমি উত্তাপ্ত আকাশে এক টুকরো মেঘ,
তুমি পাহাড়ের বুকে ছোট একটি লেক।
তুমি হৃদয় ঘড়িটির টিকটিক শব্দের সুর,
তুমি থাকো হৃদয়ে হওনা কখনো দূর।
তুমি লাল রঙের ফুটন্ত গোলাপের পাপড়ী,
তুৃমি একটি ক্লাসে একজন সুন্দরী ছাত্রী।


তুমি হাজারো তারার মাঝে একটি সুখ তারা,
তুমি শীতল বাতাস যখন উষ্ণতায় দিশেহারা।
তুমি দীর্ঘ সময় অপেক্ষার পরে ভেসে যাওয়া তরী,
তুমি প্রয়োজনে সময় দেখতে ছোট্ট একটি ঘড়ি।
তুমি অমাবশ্যার অন্ধকারে রাতের ঝিকিমিকি,
তুমি বাচ্চার হাতে কষ্টে পাওয়া ব্যাঘ্র মার্কা সিকি।
তুমি হাজার ফুলের মাঝে একটি মাত্র গোলাপ,
তুমি প্রথম প্রেমিকার হাতে লাল রংয়ের এক লাভ।


তুমি মুমূর্ষু রোগীর হার্টে দেয়া সামান্য অক্সিজেন,
তুমি কবি জীবনানন্দ দাসের নাটরের বনলতা সেন,
তুমি তৃষ্ণাত্ব কাকের ঠোঁটে ঝোলানো একফোঁটা জল,
তুমি দুর্বল শিশুর বুকে পাওয়া এক নিউটন বল।
তুমি হৃদয় গহিনে তরুনীর ভালোবাসার আবেগ,
তুমি নষ্ট গাড়িতে ফিরে পাওয়া পূনরায় দ্রুতবেগ।
তুমি ক্ষুধার্থ শিশুর মুখে দেয়া এক মুঠো অন্ন,
তুমি আমার হৃদয়ে দিয়েছো এক ভালোবাসার জন্ম।


*****************************
১৪/০৬/২০
আমতলী,  বরগুনা।