(১)
ঐ দেখো আজ পূর্নিমা রাত
চাঁদের আলোয় ভুবন,
চলোনা আমরা জোছনা বিলাসে
ঘুরে আসি এই দু-জন।
রেখে হাতে হাত ফুরাবে না পথ
হাঁটবো দুজন মিলে,
তোমায় আমি গল্প শোনাবো
তাকিয়ে নদীর জলে।
নদীর জলে ঢেউয়ের তালে
আলোর ঝিলিমিলি,
ছড়িয়ে যাবে হৃদয় মাঝে
থাকবো নিরিবিলি।
থাকবেনা কেউ আশেপাশে
গল্পে কাটবে রাত,
স্বর্গের মাঝে কাটিয়ে দিবো
হয়ে যাবে প্রভাত।


(২)
চলোনা একবার সমুদ্র দেখে আসি
বিশাল আকাশের নিচে জলে রাশি রাশি,
হৃদয় মেলে দিবো দখিনের বাতাসে
ভালোবাসার বিনিময় হবে, যার যা আছে।
বিশলতা ভরে যাবে এই দুটি মনে
সুখের পাখি উড়ে আসবে হৃদয়ের গগনে,
ভালোবাসার নীড়ে হারাবো দুজনে
হৃদয় ছুয়ে যাবে প্রেমের পবনে।


২৫/০৩/২০