*******************


বাদল এ দিনে তুমি বিহনে
ভালো লাগছে না একা,
ঘরে বসে বসে তোমার ভাবনায়
হয় শুধু চিরকুট লেখা।
সেই কবে গেলে আমায় ফেলে
হয় না কতোদিন দেখা,
তোমার লেখা সেই চিঠিগুলো
পড়ছি বসে বসে একা।


কালো মেঘে মাখা আষাঢ় গগন
চারিদিক আছে ছেয়ে,
হৃদয় মাঝে বৃষ্টির জলধারা যেন
ঝরে যাচ্ছে বেয়ে।
ঝরঝর শব্দে বৃষ্টির তালে তালে
জোড়া পাতাগুলো নাচে,
ছোট বাসায় টুনটুনির দম্পতিরা
জড়িয়ে আছে গাছে।


তোমার স্মৃতিগুলো মনের মাঝে
ছুটোছুটি করে দোলে,
তোমাকে কাছে পাওয়ার আশে
হৃদয় দুয়ার খোলে।
মন চায় তোমাকে পাশে নিয়ে
বৃষ্টির গানগুলো শুনি,
আর তোমার কোলে মাথা রেখে
বৃষ্টির ফোটাগুলো গুনি।


বাদলধারা জলের মত আর কত
অশ্রু ঝরাবে তুমি,
তোমার আসার অপেক্ষায় এখনো
বসে আছি আমি।
যদি ফিরে আসো আবার এ নীড়ে
পাবো আমি কূল,
একবার বলো ও প্রেয়সী তোমার
ভাংবে কবে  ভুল।


*********************
২০/০৬/২০
আমতলী, বরগুনা।